বাংলাদেশ থেকে ফেসবুক, গুগল ও ইউটিউবে বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন স্থানীয় এফ-কমার্স ব্যবসায়ীরা। এক সপ্তাহ ধরে তারা সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ব্যাংকের কার্ড দিয়ে ফেসবুক, গুগল ও ইউটিউবে পেমেন্ট দিতে পারছেন না।
জানাগেছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে মৌখিক নির্দেশে অ্যাডভার্টাইজমেন্ট এর পেমেন্ট এর উপর ব্লকেজ দেওয়া হয়েছে। নির্দেশনা পেয়ে সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন শুরু করেছে ব্যাংকগুলো। ব্যাংক এশিয়া ও সাউথ ইস্ট ব্যাংক ইতিমধ্যেই এই সেবাটি পুরোপুরি বন্ধ করে দিলেও ইস্টার্ন ব্যাংকসহ আরো কয়েকিটি ব্যাংক গ্রাহকদের কাছে চিঠি পাঠিয়েছে।
ভুক্তোভোগীদের অভিযোগ, গত সপ্তাহ থেকে বাংলাদেশের লোকাল কার্ড গুলো দিয়ে ট্রাভেল কোটায় যেই ডলার এন্ডোর্স করা হতো তা দিয়ে এই সাইট গুলোতে পেমেন্ট করা যাচ্ছে না। এটি লোকাল ই-কমার্স উদ্যোক্তাদের জন্য একটি বড় বিপত্তি, এর ফলে ই-কমার্স সাইট গুলোর পেইড প্রমোশন অনেকটাই স্থবির হয়ে গিয়েছে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব। বুধবার সন্ধ্যায় এ বিষয়ক বৈঠকে সেবা বন্ধ করা দুইটি ব্যাংকের কাছে চিঠি দিয়ে কারণ জানতে চাইবে ই-ক্যাব। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বিষয়টির সুরাহা করা হবে।
সূত্রমতে, এই ব্লকেজের কারণে ৫০ হাজার এফ-কমার্স সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষুদ্র ই-কমার্স ব্যবসায়ীরা সবচেয়ে বেকায়দায় পড়েছে।