পিরোজপুরের বিভিন্ন নদীতে দ্বিতীয় দিনের মতো কম্বিং অপারেশন চালিয়েছে জেলা মৎস বিভাগ। ছোট ইলিশসহ অন্যান্য মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকারক জাল অপসারণের লক্ষ্যে এ ‘বিশেষ কম্বিং অপারেশন’ পরিচালিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) মৎস বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে পিরোজপুরের কচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে এ অপারেশন পরিচালিত হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী এবং পিরোজপুর সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা গৌতম মন্ডল উপস্থিত ছিলেন। নদীতে ছোট ইলিশ রক্ষার উদ্দেশে ২০১৬ সাল থেকে জানুয়ারি মাসে এ বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়ে আসছে।
গত বছর দেশের ১১ টি জেলার মধ্যে এ অভিযান সীমাবদ্ধ থাকলেও, এ বছর পিরোজপুর ও চাঁদপুর জেলাকে এই অভিযানের আওতায় আনা হয়। পিরোজপুরের ৭টি উপজেলার মধ্যে ৫টি উপজেলা এ অভিযানের আওতায় পড়েছে। প্রথম ধাপে শুরু হওয়া এ অভিযান চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। অভিযান চলাকালীন নদী ও খালে ছোট ইলিশ এবং অন্যান্য মাছ ধ্বংসকারী সকল প্রকার বেহুন্দি জাল, কারেন্ট জাল, মশারি জাল, চট জাল ও টং জাল অপসারণ করা হবে।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন নদীতে অভিযান চলিয়ে ৪ হাজার মিটার অবৈধ জাল আটক করে কঁচা নদীর বেকুটিয় ফেরিঘাটে এ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।