রক্ত দিন জীবন বাচান” এই শ্লোগানকে সামনে নিয়ে পিরোজপুরের জেলা ইন্দুরকানীতে উপজেলা ঘোষের হাট টাইগার্স ক্লাব ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ৪ দলিয় ক্রিকেট টুর্ণামেন্ট (জিপিএল) শুরু। ১৪ মার্চা শনিবার উপজেলার ঘোষেরহাট বাজার সংলগ্ন মাঠে ব্লাড ফাউন্ডেশনের সভাপতি একরামুল শিকদারের সভাপতিত্বে ক্রিকেট খেলার উদ্বোধন করেণ ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ হোসাইন মুহাম্মাদ আল-মুজাহিদ।
হাজার দশৃকের উপস্থিতিতে দেশের খেলোয়ারদের অংশ গ্রহনে এই টুর্ণামেন্ট শুরু হয়। ঘোষের হাট টাইগার্স ক্লাব সবসময় মানবতার কল্যানে কাজকরে যাচ্ছে। প্রতি বছর শত শত অসহয় গরীব রুগিদের বিনা মুল্যে রক্ত দিয়ে সহয়াতা করেন। ক্লাবের সভাপতি একরামুল শিকদার বলেন আমি যতদিন বেচেঁ থাকব মানুষের সেবাকরে যাব। একজন মূমুর্ষ রোগির জন্য ব্লাড প্রয়োজন হলে তার স্বজনেরা অসহয় হয়ে পরে আমি এর ভুক্ত ভুগি আমি জানি এর ব্যাথা তাই আমি অনেক সাধনা ও সংগ্রাম করে গড়ে তুলেছি আমার ব্লাড ফাইন্ডেশন। প্রতিবছর ছয় হাজারেরও বেশি শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নেয়, যাদের থ্যালাসেমিয়া রোগের জন্য প্রতি মাসে রক্তের প্রয়োজন হয়। বাংলাদেশে জাতীয় চাহিদার ৩২ শতাংশ এখনো পেশাদার রক্তদাতারা পূরণ করছেন। তাই আমি স্বেচাচায় রক্তদাতা সংগঠন গড়েতুলেছি। সকলের কাছে আমি জানান দিতে চাই আমরা মানুষের জন্য আমরা মানুষের প্রয়োজনে কাছে যেতে চাই সেবা দিতে চই।
ক্রিকেট খেলার উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহিদ বলেন অসহায় রুগিদের রক্ত দেয়া এটা একটা ভাল উদ্যোগ আমি এধরণের কাজে সব সময় সহযোগীতার হাত বাড়িয়েরাখব ইনশাআল্লাহ। আমি এই ব্লাড ফাউন্ডেশরেন কাজর র্স্ববিক মঙ্গল কামনা করি তারাযেন সব সময় অসহয় মানুষের পাশে থেকে সেব দিতে পারে।