নানা আয়োজনের মধ্যে দিয়ে নড়াইল প্রেসক্লাবের ফ্যামিলি ডে পালিত
খন্দকার সাইফুল নড়াইল:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নড়াইল প্রেসক্লাবের ফ্যামিলি ডে ২০২৫ পালিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) নড়াইল লোহাগড়ায় স্বপ্নবিথী পিকনিক স্পটে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও নড়াইল প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ , নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু। এ সময় আরও বক্তব্য রাখেন পিকনিক বাস্তবায়ন উপকমিটির আহবায়ক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য সাইফুল ইসলাম তুহিন । অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আল আমিন। আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদ সদস্য জহির ঠাকুর,, কাজী হাফিজুর রহমান, মলয় নন্দী, ইমরান হোসেন, রাজীব আহমেদ রাজু, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আলমগীর সিদ্দিকী, এনামুল কবির টুকু, সাংবাদিক রিফাত বিন তোহা, আতিয়ার রহমান, শরিফুল ইসলাম বাবলু, মো. নূরুন্নবী সামদানী,শুভ সরকারসহ নড়াইল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। কয়েক বছরের বিরতির পর নড়াইল প্রেসক্লাবের সদস্য ও তার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। আয়োজন এর শেষ পর্যায়ে অংশগ্রহণকারী সকল সদস্যদের কে রাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
Leave a Reply