দেশের মোবাইল ব্যাংকিং-এর ইতিহাসে এই প্রথম ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ নিয়ে আসলো সবথেকে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা। এখন মাত্র ৯ টাকা ৯৯ পয়সাতে (প্রতি হাজারে ) ক্যাশ আউট করতে পারবেন নগদ অ্যাপে আর ইউএসএসডি-তে ক্যাশ আউট করতে পারবেন ১২ টাকা ৯৯ পয়সায় (প্রতি হাজারে )। বিস্তারিত নিম্নোক্ত টেবিলে দেখুন । এই সর্বনিম্ন চার্জ ২,১০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য । এবার কম খরচে লেনদেন করুন ইচ্ছেমত।
ক্যাশ আউট পরিমাণ
|
অ্যাপ চার্জ (ভ্যাট ছাড়া) | অ্যাপ চার্জ (ভ্যাট সহ) | ইউএসএসডি চার্জ (ভ্যাট ছাড়া) | ইউএসএসডি চার্জ (ভ্যাট সহ) |
২,১০০ টাকা বা তার বেশি | ৯.৯৯ টাকা | ১১.৪৯ টাকা | ১২.৯৯ টাকা | ১৪.৯৪ টাকা |
২,১০০ টাকার কম |
১৫.২২ টাকা
|
১৭.৫০ টাকা
|
১৬.০৯ টাকা | ১৮.৫০ টাকা |
দেশের এই পরিস্থিতিতে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ‘নগদ’-এর সাথেই থাকুন।
ক্যাশ আউট করার পদ্ধতি:
১. নগদ উদ্যোক্তা পয়েন্টে যান
২. আপনার নগদ অ্যাপ লগ ইন করে বা *১৬৭# ডায়াল করে “Cash-Out” অপশন সিলেক্ট করে ট্যাপ করুন “From Uddokta” অপশন
৩. QR কোড স্ক্যান করুন অথবা উদ্যোক্তার নাম্বার টাইপ করুন
৪. আপনার ক্যাশ আউট পরিমান দিন
৫. আপনার পিন নাম্বারটি টাইপ করুন ( আপনার পিন নাম্বারটি গোপন রাখুন )
৬. লেনদেনটি নিশ্চিত করুন
ক্যাশ-আউট হয়ে গেলো! আপনি এবং উদ্যোক্তা, দু’জনেই নগদের কাছ থেকে একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। উদ্যোক্তার কাছ থেকে টাকা গ্রহণের পর ভালো করে গুনে নিন। কাউন্টার ত্যাগ করার আগে উদ্যোক্তা রেজিস্টারে স্বাক্ষর করুন।