ডাকঘর সঞ্চয় ব্যাংক এর পরিকাঠামোর পাশাপাশি সঞ্চয়পত্র সেবার ডিজিটাল রূপান্তর হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে এই সেবা কার্যকর হবে।
বুধবার (১১ মার্চ) অর্থ মন্ত্রণালয়ে ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ ও মেয়াদি হিসাবের অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
অনুষ্ঠানে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর এ নতুন মডিউলটি উদ্বোধন করা হয়। এসময় মোস্তাফা জব্বার বলেন, প্রচলিত চিঠিপত্র বহনের জন্য যে ডাক ব্যবস্থাটি ছিল সেই নেটওয়ার্কটিকে ডিজিটাল কমার্সের একটি হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে।
ডাক সঞ্চয়পত্রের ডিজিটাল রূপান্তরের এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ নূর-উর-রহমান, অর্থসচিব আব্দুর রউফ, ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক সামসুন্নাহার বেগম প্রমুখ।
জানাগেছে, ডিজিটাল রূপান্তরের এই প্রক্রিয়ায় ডাকঘর সঞ্চয় ব্যাংকে কালো টাকা এবং অতিরিক্ত বিনিয়োগ বন্ধে অনলাইনে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি চালু হচ্ছে। এছাড়াও অটোমেশনের শর্তে ১৭ মার্চের মধ্যে ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের মতো ১১ দশমিক ২৮-এ আবারও ফিরে যাবে।
হিসাব খোলার জন্য বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় পরিচয়পত্র। সঙ্গে ই-টিআইএন সনদের কপিও দিতে হবে। যাদের হিসাব রয়েছে তাদেরও অনলাইন ডাটাবেজের আওতায় আনা হবে। আর ২ লাখ টাকার বেশি ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা দিতে হবে চেকের মাধ্যমে।