চন্ডিপুর ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
পিরোজপুর জেলা প্রতিনিধীঃ
পিরোজপুর জেলা ইন্দুরকানী উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের নৈরাজ্য, আগুন সন্ত্রাস, গুজব ও অপপ্রচারের প্রতিবাদে আজ শনিবার বিকাল ৪.০০ টার দিকে কলারন চন্ডিপুর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এই শান্তি
সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হাওলাদার সভাপতিত্বে বক্তৃতা দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, এইচ এম বজলুর রহমান মিন্টু,মাহাবুব হোসেন
দুলাল,উপজেলা যুবলীগ সভাপতি রাজ্জাক মাতুব্বর, স্বপন মাঝি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলরুবা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় নির্বাচন ঘিরে আবারো অপতৎপরতা শুরু করেছে বিএনপি-জামায়াত। জালাও-পোড়াও, ভাঙচুরসহ মানুষ হত্যার ষড়যন্ত্র শুরু করছে। স্বাধীনতা বিরোধী ওই অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।