বর্তমান সময়ের বিশ্ব আতঙ্কের নাম কোভিড-১৯/নোভেল করোনা ভাইরাস।মহামারী করোনা ভাইরাসের সংক্রমন থেকে এলাকাবাসীকে মুক্ত রাখতে পিরোজপুর জেলা ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশন”এর পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। গত ০৮ ই এপ্রিল ২০২০ (বুধবার) থেকে ১৩ ই এপ্রিল ২০২০ (রবিবার) দুপুর পর্যন্ত কয়েকটি ধাপে চন্ডিপুর, চরবলেশ্বর, জোমাদ্দার বাজার, বটতলা-মুন্সিরহাট এবং ফকিরহাটের প্রধান প্রধান সড়ক সমূহ,ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স,পুলিশ ফাড়ি, কমিউনিটি ক্লিনিক, মসজিদ-মাদরাসা, দোকানপাট, বিভিন্ন অফিস এরিয়া এবং জনসমাগম হয় এমন এলাকায় জীবানুনাশক স্প্রে করে দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রায়হান সিদ্দিক বলেন- বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে ইউনিয়নবাসীর সেবায় আমাদের এই সেবাযাত্রা অব্যহত থাকবে।ইনশাআল্লাহ্॥এজন্য আমাদের প্রয়োজন সমাজের সকল মানুষের উৎসাহ-অনুপ্রেরনা ও আর্থিক সহায়তা। দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম শাওন বলেন- আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যেরই প্রচন্ড ইচ্ছাশক্তি ও আদর্শ জনশক্তি রয়েছে।কিন্তু এসব থাকা সত্ত্বেও আর্থিক দুর্বলতার কারনে আমরা বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারতেছি না।কারন আমাদের সংগঠনের সিংহভাগ সদস্যই ছাত্র।দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক তানবীন হাসান ইমন বলেন-সমাজের সকল স্তরের মানুষ যদি উৎসাহ সৎ পরামর্শ এবং আর্থিক সহায়তা দিয়ে আমাদের পাশে দাড়ায়। তাহলে শুধু একটি ইউনিয়নে সীমাবদ্ধ নয় বরং ইন্দুরকানী উপজেলার মধ্যে আমাদের সেবা মূলক কাজের বিস্তার ঘটাতে পারব।সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক তানভীর আহম্মেদ রাকিব বলেন- আমাদের সেবা সমূহ যদি এভাবে অব্যহত রাখতে পারি তাহলে উপজেলার মধ্যে আদর্শ সমাজসেবা মূলক একটি মডেল সংগঠন হিসেবে পরিচীতি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশন সংগঠনটি সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন। তাদের এসব মহৎ কাজে ইউনিয়নের সাধারন মানুষের কাছে প্রশংসায় পঞ্চমূখ।