পিছিয়ে গেলো ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়ে হচ্ছে না। দু’দিন পিছিয়েছে ২০২০ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা।
২০২০ সালের এসএসসি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও সেটি শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। এ বিষয়ে ১৮ জানুয়ারী রাতে গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, বিভিন্ন মহল থেকে দাবি ওঠার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে নেয়ার কারণে আমরা পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। দুই দিনে পরীক্ষা নয়, পুরো পরীক্ষাই পিছিয়ে যাবে। আগামীকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনির্ধারিত সূচি প্রকাশ করা হবে।