এইচএসসি পড়াশোনা-
সুপ্রিয় শিক্ষার্থীরা,
আসসালামু আলাইকুম,
আশাকরি তোমরা এই কোভিট-১৯ মহামারি থেকে সুস্থ আছো। দীর্ঘদিন ধরে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমরা হয়তো অনেকটাই হতাশাগ্রস্ত।
তোমরা যেন নিয়মিত ভাবে তোমাদের পড়াশোনাকে চালিয়ে যেতে পারো সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই নিয়মিত “টেক নিউজ বিডি” তে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক গুলো দেয়া হবে।
আজ আমরা জানবো তোমাদের বাংলা প্রথম পত্র পদ্য বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।
১। রাবণের মায়ের নাম কী?
ক। সরমা
খ। বাসন্তী
গ। কৈকেয়ী
ঘ। নিকষা
২। “বিভীষণের প্রতি মেঘনাদ ” কবিতাটি কোন ছন্দে রচিত?
ক। মাত্রাবৃত্ত
খ। মিশ্রচরণ
গ। অক্ষরবৃত্ত
ঘ। সমচরণ
৩। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
ক। ব্রজাঙ্গনা
খ। বিলাতের পত্র
গ। বীরাঙ্গনা
ঘ। হিমালয়
৪। “শূলীশম্ভুনিভ” কাকে বলা হতো?
ক। বিভীষণকে
খ। কুম্ভকর্ণকে
গ। মেঘনাদকে
ঘ। ইদ্রকে
৫। “নিকুম্ভিলা যজ্ঞাগার” কী?
ক। নন্দন কানন
খ। শৈবালদলের ধাম
গ। কারখানা
ঘ। মন্দির
৬। মেঘনাদের পিতামহীর নাম কী?
ক। প্রমীলা
খ। চিত্রাঙ্গদা
গ। মন্দোদরী
ঘ। নিকষা
৭। “বাসবত্রাস” বলে যিনি অভিহিত?
ক। লক্ষ্মণ
খ। রাবণ
গ। বিভীষণ
ঘ। মেঘনাদ
৮। ‘পরদোষে কে চাহে মজিতে’- উক্তিটি কার?
ক। বীরবাহুর
খ। রামের
গ। বিভীষণের
ঘ। মেঘনাদের
৯। “অরিন্দম ” অর্থ কী?
ক। আনন্দ
খ। বিষাদ
গ। শত্রুদমনকারী
ঘ। মহাকাশচারী
১০। মেঘনাদের স্ত্রীর নাম কী?
ক। সীতা
খ। চিত্রাঙ্গদা
গ। প্রমীলা
ঘ। মন্দোদরী
উত্তরমালা:
১. ঘ ২. গ ৩. গ ৪ খ ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. গ ১০. গ
মানিক স্যার,
পরিচালক- প্রত্যাশা কোচিং সেন্টার
মোবা – ০১৫৩ ৭৭ ৪১ ৬২১।